Sreemangal, Moulvibazar, Sylhet Travel Guide and Tour Plan

চায়ের রাজধানী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল (Sreemangal) বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থান গুলোর একটি। দৃষ্টিনন্দন চা বাগান, নির্মল প্রাকৃতিক পরিবেশ, লেক, আঁকাবাঁকা সড়ক, বনাঞ্চল, উঁচু নিচু পাহাড় ও হাওর সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল অপরূপ সৌন্দর্যেরই লীলাভূমি। ঢাকা ও তার আশপাশ থেকে খুব সহজে একদিনেই শ্রীমঙ্গল ঘুরে দেখে ফিরে যাওয়া যায়।

◼️ ঢাকা থেকে শ্রীমঙ্গল | DHAKA TO SREEMANGAL
ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গল যায় উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেন। ভাড়া ২৪০ থেকে ৫৫২ টাকা। ঢাকা থেকে হানিফ, শ্যামলী, সিলেট এক্সপ্রেস ও এনা সহ বিভিন্ন পরিবহনের বাস শ্রীমঙ্গল যায়। বাস ভাড়া ৩০০ থেকে ৮০০ টাকা।

◼️ শ্রীমঙ্গল হোটেল রিসোর্ট | SREEMANGAL RESORT HOTEL
ফাইভ স্টার মানের রিসোর্টের মধ্যে আছে গ্রান্ড সুলতান টি রিসোর্ট (Grand Sultan Resort) ও দুসাই রিসোর্ট (Dusai Resort)। প্রতি রাতের জন্য খরচ হবে ১২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। সুন্দর পরিবেশের রিসোর্ট গুলোর মধ্যে আছে –
Novem Eco Resort
Srimangal Tea Resort
Balishira Resort
Tea Heaven Resort
Lemon Garden Resort
Nisorgo Eco Cottage

এই রিসোর্ট গুলোতে থাকতে খরচ হবে ২৫০০ থেকে ১০ হাজার পর্যন্ত। কম খরচে থাকতে চাইলে শ্রীমঙ্গল শহরের হোটেল ভিশন, শ্রীমঙ্গল ইন হোটেল, হোটেল স্কাই পার্ক, গ্রীন লীফ গেস্ট হাউস ও হোটেল বিলাস আছে। রুমের মান অনুযায়ী ভাড়া লাগবে ৮০০ টাকা থেকে ২৫০০ টাকা।

শ্রীমঙ্গলের সেরা ১০ রিসোর্ট রিভিউ | Best Resorts in Sreemangal

শ্রীমঙ্গলের সকল হোটেল রিসোর্টের খরচ ও যোগাযোগ নাম্বার
https://vromonguide.com/resorts-hotel-in-sreemangal

◼️ শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান | SREEMANGAL TOUR PLAN

সারাদিন ঘুরার সিএনজি রিসার্ভ ভাড়া লাগবে ১২০০-১৫০০ টাকা ও জীপ গাড়ি ভাড়া লাগবে ২২০০-২৫০০ টাকা। জীপ ভাড়ার জন্যে যোগাযোগ করতে পারেন 01868 427036 (নুরু), ভ্রমণ গাইডের কথা বললে ভাড়া যতখানি সম্ভব কম রাখবে ও ভালো করে ঘুরে দেখাবে।

প্রথমেই রওনা দিন মাধবপুর লেক (Madhabpur Lake)। যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা। চারপাশে চা বাগান দেখতে দেখতেই মাধবপুর লেকের কাছে চলে যাবেন। কিছুটা হেঁটে চা বাগানে ঢাকা সবুজ পাহাড় ঘেরা অপূর্ব মাধবপুর লেকের দেখা পাবেন।

মাধবপুর লেকে ঘন্টাখানেক সময় কাটিয়ে চলে যান লাউয়্যাছড়া জাতীয় উদ্যান (Lawachara National Park) ঘুরে দেখতে। লাউয়াছড়া উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। ২৫০ হেক্টর আয়তনের এই উদ্যানে প্রায় ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। ছাত্র ও বাচ্চাদের জন্যে প্রবেশ টিকেট মূল্য ২০ টাকা, প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের প্রবেশ মূল্য ৫০ টাকা।

আধা ঘন্টা, এক ঘন্টা ও তিন ঘন্টার ৩টি ভিন্ন ভিন্ন ট্রেইল রয়েছে। পছন্দমত কোন ট্রেইলে ঘুরে দুপুরের মধ্যে ফিরে আসুন শ্রীমঙ্গল শহরে। লাউয়াছড়া থেকে আসার পথেই পড়বে বধ্যভূমি-৭১, চা বাগান, টি রিসোর্ট (Tea Resort and Museum), লেবু রাবার ও আনারস বাগান।

দুপুরে খেয়ে চলে যান শহরের কাছেই সীতেশ বাবুর চিড়িয়াখানা (Shitesh Babu’s Zoo) দেখতে। হাতে সময় থাকলে বা অন্য কোন স্থানে যাওয়ার ইচ্ছে না থাকলে পড়ন্ত বিকেল হাইল হাওরে কাটাতে পারেন। বর্ষায় পানি ভর্তি হাওর বা শীতে অতিথি পাখির দেখা মিলবে এইখানে।

চিড়িয়াখানা বা হাওরে যাবার পরিকল্পনা না থাকলে বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট (Bangladesh Tea Research Institute – BTRI) ঘুরে দেখুন। বিকেলে হাতে সময় থাকলে লালটিলা পাহাড়েও যেতে পারেন।

সাত রঙের চা খেতে চাইলে চলে যান আদী নীলকন্ঠ টি কেবিনে (Adi Nilkantha Tea Cabin)। তার কাছেই মনিপুরী পল্লী থেকে মনীপুরী শাড়ী, শাল সহ অনেক কিছুই কিনতে পারবেন। চা পাতা কিনতে শহরের স্টেশন রোড থেকে কেনাটাই ভালো হবে।

এইসবকিছু করতে হবে আপনার হাতের সময় অনুযায়ী। আপনি চাইলে যেকোন দর্শনীয় স্থান যুক্ত কিংবা বাদ দিয়ে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিবেন।

◼️ বাজেট ট্যুর ও ভ্রমণ পরামর্শ | SRIMANGAL BUDGET TOUR TIPS

৪-৫ জন বা ৮-১০ জনের গ্রুপ করে গেলে গাড়ি ভাড়া ও হোটেল রুমে শেয়ার করে থাকালে খরচ কমানো যাবে। নন এসি বাস অথবা ট্রেনের শোভন চেয়ারে গেলে যাতায়াত খরচ কমে যাবে। ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে হোটেল বুকিং, গাড়ি ভাড়া ও কেনাকাটায় কিছুটা ছাড় পাওয়া যায়।

◼️ শ্রীমঙ্গল ভ্রমণ খরচ | SRIMANGAL TOUR COST IDEA
নূন্যতম খরচের হিসেব করলে ঢাকা থেকে ১ দিনের প্ল্যানে ৪-৫ জন মিলে গ্রুপ করে গেলে জনপ্রতি ১২০০-১৫০০ টাকাতেই শ্রীমঙ্গল ভালো করে ঘুরে দেখতে পারবেন।

Dhaka To Sreemangal Bus = 380 tk
Sreemangal to Dhaka Bus = 380 tk
CNG Reserve Full Day 1300 tk = 325 tk / person
Breakfast + Lunch – 170 Taka

Total Cost = 1255tk

শ্রীমঙ্গলের সকল দর্শনীয় স্থান | SREEMANGAL TOURIST PLACES
https://vromonguide.com/location/moulvibazar

➡️ শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে যে কোন প্রশ্ন ও মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্টে আপনার বক্তব্য লিখুন।

▬ ▬ ▬ ▬ ▬ ▬
CONTACT US –
Email: info@vromonguide.com
FB: https://www.fb.com/vromonguidebd
▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬

শ্রীমঙ্গল নিয়ে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

➡️ Youtube: https://www.youtube.com/c/VromonGuide
➡️ FB: https://www.fb.com/vromonguidebd
➡️ Website: https://VromonGuide.com
➡️ Mobile App: https://bit.ly/vromonapp
▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬ ▬

Music Credit: Unconditionally – Broken Elegance

Translate »